
দাউদকান্দি প্রতিনিধি ।।
কারাগারে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত মায়েদের সঙ্গে প্রায়ই বিভিন্ন বয়সী শিশুসন্তানরাও অবস্থান করে। তাদের মানসিক বিকাশের জন্য বিশেষ ব্যাবস্থা নিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে শিশুদের খেলনা ও পোশাকসামগ্রী বিতরণ করেছেন তিনি ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা কেন্দ্রীয় কারাগারে এ খেলনাসামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়ুদুল আরেফিন, কুমিল্লা জেলা কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ, জেলার মো. আসাদুর রহমান প্রমুখ।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, কারাগারে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত মায়েদের সঙ্গে প্রায়ই বিভিন্ন বয়সী শিশুসন্তানরাও অবস্থান করে। এসব শিশুর মানসিক বিকাশ এবং চিত্তবিনোদনের জন্য খেলনাসামগ্রী ও পোশাক দেওয়া হয়েছে। এতে শিশুরা তাদের মায়ের সঙ্গে কারাগারে কিছুটা হলেও আনন্দে থাকতে পারবে।