ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ আলম
Published : Monday, 27 September, 2021 at 6:21 PM
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারকুমিল্লায় বিদেশী পিস্তল ও মাদকসহ দুই জনকে আটক করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার চান্দপুর ও বাখরাবাদ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই মাদক দুই ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ এবং ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 
আটক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী কুমিল্লার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে মোঃ খোরশেদ আলম সুমন (৩৯) ও একই উপজেলার গিলাতলী পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসান (২৩)।কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সুমন বিগত দুই-তিন বছর পূর্বে তার প্রতিবেশীদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে তার মারামারি সংক্রান্ত ঘটনা ঘটে এবং যা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। উক্ত ঘটনার পর থেকেই গ্রেফতারকৃত আসামী মোঃ খোরশেদ আলম সুমন (৩৯) অনুধাবন করে যে, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ থাকা প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই সে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করে। উক্ত অস্ত্র-গোলাবারুদ দিয়ে সে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য সে স্থানীয় যুবকদেরকে সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকে যা ধীরে ধীরে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়। উক্ত সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের যোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করত বলে জানায়। 
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
এর আগে পৃথক আরেকটি অভিযানে উপজেলা বাখরাবাদ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিল ও ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা আদর্শ সদর গিলাতলী পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসান (২৩)।