কুমিল্লার দেবিদ্বারে নিউয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সোমবার বিকালে বাকসার উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জানা গেছে, বাকসার উচ্চ বিদ্যালয় , বাঙ্গুরি উচ্চ বিদ্যালয় ও মাদরসা থেকে দুইটি গ্রুপে ৪১৭জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ২৫মিনিটের পরীক্ষায় ২৫টি কুইজের প্রশ্নের উত্তর খাতায় লিখে ২৫জন উর্ত্তিণ হয়েছেন। ২৫জন আগামী ১৮ অক্টোবর চূড়ান্ত পরীক্ষায় অংশ নিবে। চুড়ান্ত পর্বে ৩জন বিজয়ী পাবেন তিনটি ল্যাপটপসহ মহামূল্যবান পুরস্কার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ।
ঢাকার ধানমন্ডি নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা প্রধান এডভাইজারসাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, প্রফেসর মো. অহিদুর রহমান, উপজেলা তাতীলীগের সদস্য সচবি মো. মোস্তফা কামাল, পাশে আছি কোভিড ১৯ কন্ট্রোল রুমের ইনচার্জ শাহিনুর লিপি, শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সদস্য সচিব মো. আনোয়ার হোসেন টিটু, মো. আবদুর রহমান প্রমুখ। গুনাইঘর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ওবায়েদুল হক রাসেল পরিচালনায় বক্তারা বলেন, শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে নিউইয়ার্ক প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার শিক্ষার্থীদের এক ধাপ নিয়ে নিয়ে যাচ্ছেন। এমন উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।
ঢাকার ধানমন্ডি নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার সরকার বলেন, গ্রামীণ পর্যায়ে এমন প্রতিযোগীতা আয়োজন করে ডা. ফেরদৌস খন্দকার নতুন প্রজন্মেকে জানার ও বুঝার ব্যবস্থা করে দিয়েছেন। আমি মনে করি এসব সামাজিক কাজের মাধ্যমে ডা. ফেরদৌস খন্দকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ জাগিয়ে তুলবে। আরও উপস্থিত ছিলেন ইমরান হোসেন শাকিল, মো. রিপন মো.জহিরুল হক শিপন, মেহেদী হাসান টিটু, কবির হোসেন, মো. মহসিন।