মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগরে গত ১৭ দিন যাবত এক যুবককে খুজে পাচ্ছে না তার পরিবার। পাগল প্রায় মা-বাবা আত্মীয়স্বজন ও বিভন্ন জায়গায় খোঁজাখুজি করে অবশেষে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়রী করে। পুলিশ বলছে, তাকে উদ্ধারের কাজ চলছে।নিখোঁজ যুবক মোহাম্মদ মাসুক (২২) উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামের বজলু মিয়ার ছেলে।
বজলু মিয়া বলেন, গত ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টায় বাড়ি থেকে বের হয়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর বোনের বাড়িতে যাওয়ার জন্য। সারাদিন তার বাড়িতে থেকে রাত ১০টায় বের হয় বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু সে আর বাড়ি ফিরেনি। তাকে না পাওয়ার কষ্টে তার মা বার বার মূর্চা যায়। তাকে নিতে মহয় ডাক্তারের কাছে। আবার ছেলেকে খোঁজার জন্য যেতে হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজণের বাড়িতে। এতে করে আমিও মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি। আমার ছেলে সহজ-সরল মানুষ। পরিবারের লোকজনের সাথেও কোন বিষয় নিয়ে তার মনোমালিন্য নাই। বাজে কোন ছেলে বা কাজের সাথেও সে জড়িত নয়। তার পরেও তাকে কেন খুঁজে পাচ্ছি না এই কষ্ট আর সহ্য হচ্ছে না।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, নিখোঁজ মাসুক মানষিক প্রতিবন্ধী। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।