ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চীনের অত্যাধুনিক সামরিক শক্তি প্রদর্শন শুরু মঙ্গলবার
Published : Monday, 27 September, 2021 at 8:43 PM
চীনের অত্যাধুনিক সামরিক শক্তি প্রদর্শন শুরু মঙ্গলবারআগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে চীনের ১৩তম ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন (এয়ারশো চায়না)। এতে বিশ্বের প্রায় ৪০টি দেশের ৭০০টি কোম্পানি অনলাইন ও অফলাইনে অংশ নেবে। 

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ে এ ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্ট শেষ হবে আগামী রবিবার।

এই ইভেন্ট সম্প্রতি চীনের অ্যারোস্পেস কোম্পানিগুলোর তৈরি ক্যারিয়ার রকেট, স্পেসক্রাফট ও অতি-উচ্চতায় চলতে পারে এমন সব আধুনিক প্রযুক্তির ড্রোন প্রদর্শন করা হবে।
ইভেন্টে চীনের সবচেয়ে আধুনিক ফাইটার জেট জে-২০ অংশ নেবে। উন্নত প্রযুক্তির অন্যান্য সামরিক শক্তির মধ্যে থাকবে জে-১৬ডি ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, ডব্লিউজেড-৭ হাই-অলটিচিউড ড্রোন ও ডব্লিউজেড-৮ হাই-অলটিচিউড ও হাই-স্পিড ড্রোন। 

চীনের উচ্চমাত্রার সামরিক শক্তি এই ইভেন্টের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। তারা এটি দেখাতে চায় যে, তাদের দেশে উন্নতমানের সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা রয়েছে।