লালমাইয়ে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
Published : Tuesday, 28 September, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে অবিলম্বে মুক্তি ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্তে কুমিল্লার লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাগমারা বাজারের জিরো পয়েন্টে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রতন দে, ভোরা বাউল গোসাই আশ্রম যুব সংঘ দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার রতন কুমার আচার্য্য, পূজা উদযাপন লালমাইয়ের সাংগঠনিক সম্পাদক দৈনিক কুমিল্লার কাগজ ও বাংলাদেশ প্রতিদিনের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সাধারণ সম্পাদক মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস,দপ্তর সম্পাদক অনিল সূত্রধর , তমাল বনিক, সন্তোষ দাস, সন্তোষ সিংহ, নিদন কর্মকার, দুলাল পাল, পরিমল দেবনাথ, অনিল সূত্রধর প্রমুখ।
সমাবেশে সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক সহ অন্যান্য বক্তারা ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি গৌরাঙ্গ চন্দ দে কে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী করেন এবং দেশে প্রতিমা ভাংচুর এবং হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন কারীদের আইনের আওতায় আনার জন্য দাবী জানান।