মেঘনায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত
Published : Tuesday, 28 September, 2021 at 12:00 AM
গতকাল সোমবার জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে মেঘনা উপজেলার মানিকারচর এল. এল. মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: কামাল উদ্দিন মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি গল্প বলেন। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেঘনা উপজেলা চেয়ারম্যান মো: সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। স্বাগত বক্তব্য ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মানিকারচর এল. এল. মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ সাজ্জাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় জনকে পুরস্কার প্রদান করা হয়।