ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব নদী দিবস উপলক্ষে চাঁদপুর নদী বন্দর বিআইডব্লিউটিএ'র শোভাযাত্রা
Published : Tuesday, 28 September, 2021 at 12:00 AM
মানিক দাস ||
‘মানুষের জন্য নদী’ এই প্রতিপাদ্য হৃদয়ে ধারণ করে এ  বছরের বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। গতকাল ২৬  সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় চাঁদপুর নদী বন্দর বিআইডব্লিউটিএ'র আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। চাঁদপুর শহরের নতুন বাজার বিআইডব্লিউটিএ কার্যালয় সম্মুখ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন নৌ-সড়ক ও পরিবহনের যুগ্ম-পরিচালক মাহমুদুল হাসান থান্ডার।
এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকে বিশ্ব নদী দিবস। আমরা  নদী কে বাঁচাবো।নদী বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে আমাদের আগামী প্রজম্ম বাঁচবে। এ নদী থেকে আমরা পানি ব্যবহার করবো।নদীতে যেন ময়লা আবর্জনা না ফেলা হয়। যারা ময়লা আবর্জনা ফেলবে আমরা তাদের প্রতিহত করবো। নদী দিবসের মূল লক্ষ্য হচ্ছে নদী সম্পর্কে সকল পর্যায়ের জনসচেতনতা বৃদ্ধি করা। নদীর গুরুত্ব তুলে ধরা এবং সুন্দর নদী সংরক্ষণের জন্য মানুষকে উৎসাহিত করা এই নদী হল পৃথিবীর ধমনী জীবনরেখা। টেকসই উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন সুস্থ নদী এবং জলাভূমি। বিশ্বের নদীগুলির সুরক্ষা পুনরুদ্ধার এবং সমন্বিত টেকসই ব্যবস্থার সময়ের দাবি। নদী গুলিকে রক্ষা এবং পুনর্জীবিত করার জন্য অংশীদারিত্ব বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। নদী কেন পরিবর্তন হচ্ছে, নদীর সৃষ্টি, চলাচল, পরিবর্তন এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, গবেষণা ও সমন্বিতভাবে অভিন্ন প্লাটফর্মে সকলকে কাজ করতে হবে। অনিবন্ধিত নৌযান পরিহার করতে হবে। নৌ যান  সংশ্লিষ্ট আইন কানুন ও বিধি-বিধান মেনে নিরাপদ নৌযান চলাচলে সহযোগিতা করতে হবে। নদী দূষণের ক্ষতির সম্মুখীন, ফলে  মানব সভ্যতা আজ  হুমকির মুখে। নদীতে সকল প্রকার আবর্জনা ও পদ্য খেলা বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক (প্রকৌশলী) কৃষ্ণ পদ নাথ, বিআইডব্লিটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আহ্বায়ক আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির হোসেন, মোক্তার হোসেন, সিবিএ নেতা মাকসুদুর রহমানসহ নেতৃবৃন্দ।