ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরিন মাহবুব সাদিয়ার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত (২৭ সেপ্টেম্বর) ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ ঘণ্টা খোঁজ করার পর ঘটনাস্থল থেকে ৩০-৩৫ গজ ভেতরে ড্রেন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। রাত ৩টার দিকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, রাত ১০ টার দিকে আগ্রাবাদ থেকে চশমা কিনে নানা-মামার সঙ্গে বাসায় যাওয়ার সময় সাদিয়া ড্রেনে পড়ে যান।
সাদিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে। ড্রেনে পড়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, একটি স্পেশাল দলসহ মোট চারটি টিম উদ্ধারে কাজ করে।
নিউটন দাশ বলেন, ড্রেনে পড়ে সাদিয়া স্রোতের সঙ্গে অনেক ভেতরে চলে যান। ড্রেনের ভেতরে আবর্জনার ভেতরে ঢুকে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এস্কেবেটর দিয়ে ময়লা সরিয়ে তাকে উদ্ধার করা হয়।