দেশকে ভালোবাসতে হবে--জেলা প্রশাসক
Published : Wednesday, 29 September, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু ||
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, করোনা মহামারির কারণে আমাদের সন্তানরা লেখাপড়া থেকে অনেক পিছিয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী মুখস্ত বলতে পারে কিন্তু দেখে পড়তে পারে না। আপনারা আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের পড়াবেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ আপনারা ক্লাস্টার টু ক্লাস্টার ঘুরবেন। পড়ালেখায় শিক্ষার্থীদের অনেক গ্যাপ সৃষ্টি হয়েছে। এজন্য শিক্ষার্থীদের পড়ালেখায় এবং স্কুলে সময় বাড়াতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী অনেককেই ১২৩% বর্ধিত বেতনে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়ায়েছেন। নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দেশাত্ববোধে উজ্জীবিত হয়ে দেশটাকে ভালোবাসতে হবে। গতকাল সকাল ১০টায় চৌদ্দগ্রাম পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহকারী কমিশনার ভুমি তমালিকা পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আবু তৈয়ব, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথী রাণী চক্রবর্তীসহ আরও অনেকে।
পরবর্তীতে একইস্থানে জাতীয় কন্যা শিশু দিবস এবং বাল্য নিরোধ আইন-২০১৭ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের একার পক্ষে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে। তারপরেও কোন মেয়ে যদি বাল্য বিবাহের শিকার হতে যায় তাহলে তারা যেন সরকারের জরুরী সেবা নাম্বারগুলোতে ফোন করে জানায়। তাহলে প্রশাসন দ্রুত বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবে। নারীদেরকে আরও এগিয়ে যেতে হবে। এজন্য তারা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকার নারী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, কুমিল্লায় শিক্ষার হার কমে যাচ্ছে, আমাদের মেয়েরা উচ্চ শিক্ষিত, মেয়েরা ঘরে বসে পড়ালেখা করছে, আর ছেলেরা লেখাপড়ায় অনেকাংশে পিছিয়ে পড়ছে।