কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনাইতরী এলাকায় প্রায় ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক রেখে পালিয়েছে চালক ও তার সহযোগী। পরে কুমিল্লা বিভাগীয় বন বিভাগ কর্তৃপক্ষ উদ্ধারকৃত অবৈধকাঠসহ ট্রাকটি নগরীর শাকতোলা বন কার্যালয়ে নিয়ে আসে। মঙ্গলবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতলী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। কুমিল্লা বিভাগীয় কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী ফরেস্ট চেকপোস্টে থাকা বনবিভাগের লোকজন সন্দেহভাজন ত্রিপল পেঁচানো একটি ট্রাককে দাঁড়াতে বলে। কিন্তু ট্রাক চালক সিগন্যাল না শুনে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে বনবিভাগের লোকজন ওই ট্রাকের পিছনে ধাওয়া করলে ধনাইতরী এলাকায় মহাসড়কে ট্রাক রেখে চালক ও তার সহযোগি পালিয়ে যায়।
রেখে যাওয়া ট্রাক কড়ই ও আকাশ মনি জাতের কাঠে বোঝাই ছিলো। পরে উদ্ধার করে বিভাগীয় বন কার্যালয়ে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত কড়ই ও আকাশ মনি জাতের কাঠের পরিমাণ প্রায় ৩০০ ঘনফুট। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অবৈধভাবে কাঠ ও ট্রাক পাচার এবং অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লার বন আদালতে মামলা প্রক্রিয়াধীন।