চাঁদপুরে হাসপাতালের করোনা পরীক্ষার টিউব চুরি করে পালানোর সময় চোরকে গণধোলাই
মানিক দাস
Published : Tuesday, 28 September, 2021 at 7:22 PM
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষার টিউব চুরি করে পালানোর সময় চোরকে ধরে গণধোলাই দিয়েছে জনগণ। করণা পরীক্ষার টিউব চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার স্যাম্পল গ্রহণকারীরা জানান বিদেশগামী ব্যক্তিরা করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিতে আসে। তারা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে করোনা পরীক্ষা করার জন্য অপেক্ষারত থাকে।এই সময় সিম্পল সংগ্রহকারীরা তাদেরকে ল্যাব এর কাছে নিয়ে গেলে শহরের চিহ্নিত চোর ও নেশাগ্রস্ত যুবক দেলোয়ার হোসেন দেলু (৩৫)সেখানে ঘুরঘুর করতে থাকে।কিছুক্ষণ পর স্যাম্পল সংগ্রহকারী গণ দেখতে পায় তাদের রেজিস্ট্রিকৃত বেশ কয়েকটি সেম্পল গ্রহণের টিউব সেই স্থানে নেই।পরবর্তীতে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন কালেক্টরেট মসজিদের সামনে দেলোয়ার হোসেন দেলু কে দেখতে পেয়ে আটকের চেষ্টা করে। চোর দেলোয়ার হোসেন দেলু নিজেকে বাঁচানোর জন্য কৌশল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে জনতা গন ধোলাই দিলে তার পকেট থেকে করণা পরীক্ষার কয়েকটি টিউব উদ্ধার করা হয়। হাসপাতালের কর্তব্যরত কর্মচারীরা জানান, গণধোলাইয়ের শিকার দেলোয়ার হোসেন দেলু ইতিপূর্বে আরো বেশ কয়েকবার বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে দূর দূরান্ত থেকে আসা নারী ও পুরুষের কাছ থেকে কৌশলে টাকা চুরি করে পালানোর সময় জনতা তাকে ধরে বেশ কয়েক বার ধোলাই দিয়েছে।