ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মঞ্চায়িত হলো নাটক “অভিশপ্ত আগস্ট”
Published : Wednesday, 29 September, 2021 at 12:00 AM, Update: 29.09.2021 1:05:07 AM
কুমিল্লায় মঞ্চায়িত হলো নাটক “অভিশপ্ত আগস্ট”বশিরুল ইসলাম:
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে মঞ্চায়িত হয়েছে বাংলাদেশ পুলিশ নাট্যদলের নাটক “অভিশপ্ত আগস্ট”। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও বঙ্গবন্ধু গবেষক হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা ও সংকলনে নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকটি প্রযোজনা করেন বাংলাদেশ পুলিশ নাট্যদলের শিল্পী ও কলাকুশলীরা। নাটকটি রচনা ও নির্দেশনা করেন নারায়ণগঞ্জ পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।
কুমিল্লায় মঞ্চায়িত হলো নাটক “অভিশপ্ত আগস্ট”আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও নাটকটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইমরান কবির চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, র‌্যাবের কোম্পানী কমান্ডার ও মেজর মো: সাকিব হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেৃতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে “অভিশপ্ত আগস্ট” নাটক সম্পর্কে অভিপ্রায় ব্যক্ত করেন অধ্যক্ষ আমির আলী চৌধুরী ও উপ-উপাচার্য ড. ইমরান কবির চৌধুরী। সবশেষে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।