ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার জন্মদিনে জাগ্রত মানবিকতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা
Published : Wednesday, 29 September, 2021 at 12:00 AM, Update: 29.09.2021 1:06:00 AM
বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার জন্মদিনে জাগ্রত মানবিকতার বিনামূল্যে স্বাস্থ্যসেবাস্টাফ রিপোর্টার ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে জাগ্রত মানবিকতা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে কুমিল্লা নগর উদ্যানে ৪টি বুথের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে জাগ্রত মানবিকতা।
জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহসীন বাহার সূচনা এ স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আমরা জানি দেশরত্ন বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন আজ। যিনি আমাদের জন্য নিরলস পরিশ্রম করছেন এবং যিনি আমাদের নিয়ে ভাবেন। জাগ্রত মানবিকতা সবসময়ই মানুষের জন্য কাজ করে তাই আমরা জাগ্রত মানবিকতা পরিবার ভেবেছি এ বিশেষ দিনটায়ও যেনো মানুষের জন্যই কিছু করা যায়।
বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করেছে জাগ্রত মানবিকতা।