ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে করোনার গণটিকা
কুমিল্লায় একদিনে করোনার টিকা পেলেন সাড়ে ৩ লাখ মানুষ
Published : Wednesday, 29 September, 2021 at 12:00 AM, Update: 29.09.2021 1:07:12 AM
কুমিল্লায় একদিনে করোনার টিকা পেলেন সাড়ে ৩ লাখ মানুষ তানভীর দিপু:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচিতে কুমিল্লা জেলায় ৩ লাখ ৪৮ হাজার ৭১৭ জন মানুষকে টিকা প্রদান করা হয়েছে। কুমিল্লা জেলা স¦াস্থ্য বিভাগের আওতায় সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চীনা সিনোফার্মার এই করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেয়া হলো। এ পর্যন্ত জেলায় দশ লক্ষাধিক মানুষকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।
গতকাল মঙ্গলবার সকালে কারা অভ্যন্তরে কারারক্ষীদের মাঝে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন ও সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ উপস্থিত ছিলেন। এসময় কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, কুমিল্লা জেলায় এপর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষ করোনা প্রতিরোধক টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছে। ২৮ সেপ্টেম্বরের আগ পর্যন্ত জেলায় ৭ লাখেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে টিকা দেয়া হবে। তিনি আরো জানান, রেজিষ্ট্রেশন যারা করেছেন তারা পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। এছাড়া জেলার সবাইকে স্বাস্থ্যবিভাগের নিয়মানুসারে করোনা টিকার আওতায় আনা হবে।  
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গণটিকা কার্যক্রমে টিকা কেন্দ্রের প্রতিটি বুথে ছিলো উপচে পড়া ভিড়। যারাই এসএমএস পেয়েছেন তারা সবাই টিকা নিতে সকাল থেকে ভিড় করে অপেক্ষা করেছেন টিকার জন্য। লাইনে দাঁড়ানোর জন্য ভোর থেকেই টিকা প্রার্থীরা অপেক্ষা করেছেন কেন্দ্রের সামনে। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই ইউনিয়ন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের টিকা গ্রহীতারা টিকা নিয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই একদিনের এই টিকা কার্যক্রম সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসের ডা. সৌমেন রায় জানান, আমাদের টিকা দানের যে লক্ষ্য ছিলো তা পূরণ হয়েছে এবং সব জায়গায় সুষ্ঠ ব্যবস্থাপনায় টিকা প্রদান করা হয়েছে।