চট্টগ্রামের মিরসরাইয়ে বিষাক্ত সাপ কোবরার ছোবলে প্রাণ হারাল জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুল হক (৫০)। বুধবার সকালে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটার সময় বিষাক্ত কোবরা সাপের কামড়ে আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানা যায়, বুধবার সকালে গরুর জন্য ঘাস কাটার একপর্যায়ে সাপে ছোবল দেয়। বাড়ির লোকজন তাকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে সাপে কাটার চিকিৎসা না থাকায় চমেক হাসপাতালে নেওয়ার পথে দুপর ১২টায় তার মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য ইনজেকশন আছে। কিন্তু তা প্রয়োগের ব্যবস্থা নেই। তাই উপজেলা হাসপাতালে সাপে কাটা রোগীদের চমেক হাসপাতালে রেফার করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, মিরসরাই থেকে সাপে কাটা রোগী চমেক হাসপাতালে নেওয়ার পথে অনেকের মৃত্যু হয়েছে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসা নিশ্চিত করা জরুরি।