ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোদি বাঙালিদের পছন্দ করেন না : বাবুল
Published : Wednesday, 29 September, 2021 at 8:40 PM
মোদি বাঙালিদের পছন্দ করেন না : বাবুলওপার বাংলার রাজনীতিকে তাক লাগিয়ে বিজেপি ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নয়নের মণি’ খ্যাত বাবুল সুপ্রিয়। কাল ভবানীপুরের ভোট সামনে রেখে এবার নরেন্দ্র মোদির বিরুদ্ধেই তোপ দাগলেন পশ্চিমবঙ্গের আসানসোলের এই সাংসদ।

আজ বুধবার ভারতীয় গণমাধ্যমকে বাবুল বলেন, আমার মনে হয়, প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না। তাই গত ৭ বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি। ভোটে জিতে আসা বাঙালিদের প্রতি অসামঞ্জস্যপূর্ণ আচরণ করা হচ্ছে।

এসময় তিনি আরেক বিজেপি সাংসদের কথাও তুলেছেন। বাবুল বলেন, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও বিজেপিতে সম্মান পাচ্ছেন না। তিনি অনেক প্রবীণ মানুষ। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাকেও তো কোনও স্বাধীন মন্ত্রণায়লয় দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করতে পারাই আসল। দিদির নেতৃত্বে তা করতে পারলে ভালই হবে। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। যদিও বাবুল বরাবরই প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সূত্র : জি নিউজ ও সংবাদ প্রতিদিন।