ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরুখের বাসায় সেলিম-সালমান, যুক্ত হলেন সালমানের আইনজীবী
Published : Wednesday, 13 October, 2021 at 1:45 PM
শাহরুখের বাসায় সেলিম-সালমান, যুক্ত হলেন সালমানের আইনজীবীবলিউডের দুই খান শাহরুখ ও সালমানের মধ্যে শীতল লড়াই যেমন আছে, তেমনই আছে গভীর বন্ধুত্ব। শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেফতারের পর সেটাই যেন দেখছেন ভক্তরা। 

২ অক্টোবর আরিয়ান গ্রেফতারের পরপরই শাহরুখের বাসায় গিয়েছিলেন সালমান। এবার আজ (১৩ অক্টোবর) জামিন শুনানির আগের রাতে আবারও শাহরুখের বাসা মান্নাতে গেলেন তিনি। সঙ্গে নিয়ে গেলেন বাবা সেলিম খানকে।

পাশাপাশি আরিয়ানের মামলার দায়িত্ব সালমানের আইনজীবীকেও দেওয়া হয়েছে। আগের দু’বারে আরিয়ানের জামিন আবেদন নাকচ হওয়ার অভিজ্ঞতায় অমিত দেশাইকে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি সালমান খানের ‘গাড়িচাপা’ মামলাটিতে লড়েছিলেন এবং তাকে মুক্ত হতে সহযোগিতা করেছিলেন। তবে একই মামলার শুরুতে ছিলেন সতীশ মানেশিন্ডেও।

জানা যায়, আজ (১৩ অক্টোবর) দুপুরে আদালতে আরিয়ানের হয়ে সওয়াল করবেন অমিত দেশাই। সঙ্গে থাকচেন সতীশ মানেশিন্ডেও। ইতোমধ্যে আদালতে উপস্থিত হয়েছেন শাহরুখ খানের ম্যানেজারও। এনসিবির পক্ষে লিখিত জবাবের অপেক্ষায় কোর্ট। আরিয়ানের জামিনের বিরোধিতা করবে ভারতের এই কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরি থেকে আটক হন শাহরুখপুত্র আরিয়ান খান।

জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরির টার্মিনালে।

এনসিবি সূত্রে খবর, শাহরুখপুত্রের সরঞ্জাম থেকেও মাদক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নেশাদ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আটকের আগে আরিয়ান চরস খেয়েছিলেন ।

সূত্র: হিন্দুস্তান টাইমস