অসাম্প্রদায়িক চান্দিনা অক্ষুণ্ন রাখতে এমপির জরুরী সভা
Published : Thursday, 14 October, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমিল্লা মহানগরীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার রেশ যেন কোন ক্রমেই চান্দিনায় প্রবেশ করতে না পারে সেজন্য জরুরী সভা করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে ওই মতবিনিময় সভা করেন। এসময় তিনি যে কোন উপায়ে অসাম্প্রদায়িক চান্দিনা অক্ষুন্ন রাখতে সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যদি তার পরিবার নিয়ে পূজামণ্ডপগুলো পরিদর্শণ করেন তাতেই কুচক্রি মহল পিছু হটবে। কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ধর্ম যার-যার উৎসব সবার। আর ওই উৎসবে একজন জনপ্রতিনিধি যদি অংশ গ্রহণ করেন তাতেই অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হবে এবং পূজা মন্ডপে গিয়ে জনপ্রতিনিধিদের একটি বক্তব্য অসাম্প্রদায়িক চান্দিনা অক্ষুন্ন রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন্নাহার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান প্রমুখ।