ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান
Published : Thursday, 14 October, 2021 at 12:33 PM
বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামানবিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। সম্প্রতি গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের সায়েন্টিফিক ইনডেক্সে স্কোর এবং সাইটেশনের ভিত্তিতে প্রকাশিত তালিকায় তার নাম দেখা গেছে। বাংলাদেশি গবেষকদের মাঝে তার অবস্থান ৮৪৪তম।

বায়ো সায়েন্স, বায়ো ইলেক্ট্রনিক, বায়োটেকনোলজি, পলিমার সায়েন্স, ন্যানো পার্টিক্যাল, ন্যানো টেকনোলজি, ন্যানো পার্টিকেলসহ, বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন।

সেরা গবেষকদের তালিকায় নাম আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘তালিকায় নাম এসেছে এটি আনন্দের। তবে আমি মনে করি তালিকায় নাম থাকার চেয়েও গবেষণার ফলাফল যদি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হয়, তবেই আমার আসল সফলতা আসবে। এখানেই থেমে থাকা নয়। আরও বেশি করে গবেষণায় মনোনিবেশ করতে হবে। কারণ গবেষণার কোনও বিকল্প নেই।’

প্রকাশিত র‌্যাংকিংয়ে ১২ ক্যাটাগরিতে বিশ্বের ২০৬ দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিশ্বের সাত লাখ আট হাজার ৬৭৫ জন গবেষকের নাম রয়েছে। যেখানে ১৭৯৪ জন বাংলাদেশি গবেষক স্থান পেয়েছেন।

উল্লেখ্য, কুবি ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক। তিনি ২০২০ সালের ৫ জুলাই তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।