ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশৃঙ্খল পরিস্থিতির সুরাহার দাবি
Published : Saturday, 16 October, 2021 at 12:00 AM, Update: 16.10.2021 1:29:06 AM
বিশৃঙ্খল পরিস্থিতির সুরাহার দাবিস্টাফ রিপোর্টার: কুমিল্লায় পূজামণ্ডপে বিশৃঙ্খল পরিস্থিতির ১৫ দিনের মধ্যে সুরাহা করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি গতকাল দুপুরে কুমিল্লার নানুয়া দিঘীর পাড়ের পূজা মন্ডপটি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ অন্যান্য নেতৃবৃন্দ। ডা. জাফরুল্লাহ আরো বলেন, লোক দেখানো ধরপকড় করে কোন লাভ নেই। জনগণকে সাথে নিয়ে সবাইকে জানিয়ে দ্রুত আইনে তাদের বিচার করতে হবে।
কুমিল্লার ঘটনায় সরকারের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, কুমিল্লার মত এমন ঘটনা যেন আরো না ঘটে সেই গ্যারান্টি সরকারকে দিতে হবে। ইসলামের কোথাও উল্লেখ নাই অন্য ধর্মাবলম্বীদের আঘাত করা। হিন্দু, মুসলমানসহ আমরা সবাই ভাই ভাই।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সরকারের নেতিবাচক সমালোচনা করে বলেন, সহিংসতা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যারাই পূজা মন্ডপে কোরআন রেখেছেন তারা সুপরিকল্পিতভাবেই একটি সহিংসতা তৈরী করতে চাচ্ছে।