ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিসিএন পরিবারের সাথে বিআরটিসির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
Published : Sunday, 17 October, 2021 at 12:00 AM
 
আবুল কালাম আজাদ।।
সিসিএন শিক্ষা পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর সহযোগিতায় বাস সার্ভিস শুরু হয়েছে। গতকাল ১৬ অক্টোবর শনিবার পরিবহন সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর এবং বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী মো. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একেএম আছাদুজ্জামান, বিআরটিসি কুমিল্লা ডিপো ম্যানেজার প্রকৌশলী মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. খাদেমুল ইসলাম চৌধুরীসহ বিআরটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সিসিএন পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী মোঃতারিকুল ইসলাম চৌধুরী বলেন,আলহামদুলিল্লাহ। আজ এই চুক্তিটি সম্পন্ন হওয়ার মাধ্যমে সিসিএন শিক্ষা পরিবার তাদের অগ্রযাত্রার আরো একধাপ এগিয়েছে বলে আমি মনে করি।
তিনি বলেন আমাদের সকল আয়োজন শিক্ষার্থীদের জন্য।করোনার এই মহামারির মধ্যেও আমরা শিক্ষার্থীদের পড়ালেখার মান ঠিক রাখার চেষ্টা করেছি।যার ফলে এ বছর ডুয়েট ভর্তি পরিক্ষায় আমাদের সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সর্বোপরি তিনি সকলের সহযোগিতা নিয়ে সিসিএন শিক্ষা পরিবারের সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে রূপায়িত করতে চান।