ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজাপুর ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান জসিম উদ্দীন
Published : Sunday, 17 October, 2021 at 12:00 AM, Update: 17.10.2021 12:49:51 AM
রাজাপুর ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান জসিম উদ্দীননিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নটি সীমান্তবর্তী একটি ইউনিয়ন হিসেবে খ্যাত। শিক্ষা, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে এর বেশ সুনাম রয়েছে। এ জনপদে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভাব্য দলীয় প্রার্থী হতে চান আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. জসিম উদ্দীন। তিনি এসএসসি ও এইচসসিতে স্টার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে অর্থনীতি বিষয়ে ২০০২ সনে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং বর্তমানে এলএল.বিতে অধ্যায়নরত আছেন।
সূত্রে জানা যায়- সমাজ সেবক মো. জসিম উদ্দীন বর্তমান ১নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী চড়ানল বড় বাড়ীতে জন্ম গ্রহণ করেন। মো. জসিম উদ্দীনের যখন ১ বছর তখন তাঁর পিতা মরহুম কেনু মিয়া যিনি একজন ভালো মানুূষ ছিলেন তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্কুল জীবন ১৯৯১ সন থেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় যুব অধিদপ্তরের অধীন গবাদি পশু, হাঁস মুরগী পালন ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে ‘ জননী এগ্রো ফার্মস’ প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে জীবন ও জীবিকার তাগিদে তিনি ২০০৫ ইং সনে কাতার চলে যান। সেখানে কাতার কেন্দ্রিয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক ও পরবর্তীতে শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হিসেবে অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তখন সেখানে তিনি সারা বিশ্বের প্রবাসী যুবকদের নিয়ে বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলা প্রবাসী আওয়ামী যুবকল্যান পরিষদ গঠন করেছিলেন। এবং এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অত:পুর ২০১৮ ইং সনে বাংলাদেশে এসে ব্যবসা ও আওয়ামী রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন। করোনা কালীন সময়ে রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সাহায্য সহযোগিতায় ও হাত বাড়িয়েছেন তিনি। সাবেক ও প্রয়াত আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি ও তাঁর বাড়িতে গমন করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন তিনি। বিএনপি বিরোধী সকল আন্দোলণ সংগ্রামে ও সক্রিয় অংশ গ্রহণ করে ব্যাপক ভূমিকা রাখেন। এক বিবৃতিতে মো. জসিমর উদ্দীন বলেন- বর্তমান সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, বেকার সমস্যা নিরসন কল্পে ভূমিকা রেখে অত্র ইউনিয়নকে একটি সুন্দর মাদক ও ইভটিজিংমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে আপামর সকলের সহযোগিতা কামনা করেন তিনি। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি প্রার্থী হবেন না হয় নৌকার পক্ষে কাজ করে যাবেন বলে জানান।