ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নাগরিক সম্প্রীতি সমাবেশ পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
Published : Sunday, 17 October, 2021 at 12:00 AM, Update: 17.10.2021 12:50:04 AM
কুমিল্লায় নাগরিক সম্প্রীতি সমাবেশ পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে  তাণ্ডবের প্রতিবাদে কুমিল্লায় নাগরিক সম্প্রীতি সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে টাউন হলের সামনে সম্মিলিত নাগরিক উদ্যোগ-কুমিল্লার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, জাসদ, সাম্যবাদী দল, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কুমিল্লায় পূজা মন্ডপকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির পর দেশের বিভিন্ন জেলায় যে সহিংসতা ও ভাংচুর হয়েছে তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এছাড়া কুমিল্লার ঘটনায় দোষী ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবী জানান তারা। জেলা ন্যাপ সভাপতি মোহাম্মদ আলী ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাসদ জেলা সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সেক্রেটারি পরেশ কর, জেলা ১৪ দলী জোটের যুগ্ম আহ্বায়ক শহিদুল হক স্বপন, তেল-গ্যাস রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মজুমদার, সিপিবি প্রেসিডিয়াম মেম্বার কাফি রতন, গণ সংহতি আন্দোলন কুমিল্লার নেতা ইমদাদ জুলকার নাইন, ন্যাপ নেতা অলিউর রহমান, তাজুল ইসলাম, শান্তি পাল, জামির হোসেন তামিম, উম্মে হাবিবা শিপুসহ অন্যান্যরা। 

এদিকে, গুজব ছড়িয়ে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানবন্ধন  ও বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ। আজ শরিবার বিকালে কুমিল্লা কান্দির পাড় পূবালী চত্বরে এই প্রতিবাদ কর্মসূচী পালন করে তারা। এসময় জেলা , মহানগর পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এক ঘন্টাব্যাপী এই আয়োজনে পূজা উদযাপন পরিষদের নেতারা মৌন অবস্থান নেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বকশী, সাধারণ সম্পাদক নির্মল পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের অচিন্ত্য দাস টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংকের সিঁড়িতে অবস্থান কর্মসূচীর পর কান্দিরপাড়ে সংক্ষিপ্ত মিছিল করে হিন্দুধর্মাবলম্বীরা।