কুমিল্লায় কাবাডি খেলোয়ারদের উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল ও পুনর্মিলনী
Published : Monday, 18 October, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ।
কুমিল্লায় বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী কাবাডি খেলোয়ারদের উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কুমিল্লা শালবন বিহারে (কোটাবড়ি জাদুঘর) এ মিলাদ মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ-মাহফিল শেষে কুমিল্লার কাবাডি অঙ্গণের প্রয়াত খেলোয়ারদের আত্মার মাগফেরাত এবং প্রবীণ কাবাডি খেলোয়ারদের সুস্বাস্থ্য ও সুদীর্ঘ হায়াত কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে ধারাবাহিক ভাবে কাবাডি ক্লাবের নবীন-প্রবীণ খেলোয়ারগণ বক্তব্য রাখেন।
কালির বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি শামসুল হক চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মাষ্টার মমিনুল ইসলাম মোহন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আবদুস সালাম, মোঃ জোবায়ের হোসেন, মোর্শেদ আলম মেম্বার, মানবাধিকার কর্মী মোঃ শাহজাহান, মোঃ সুরুজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদক সহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী কাবাডি খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। মধ্যাহ্নভোজের পর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।