সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Published : Monday, 18 October, 2021 at 12:00 AM
গতকাল কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম হল রুমে এক মনোমুগ্ধকর পরিবেশে বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশন এর আয়োজনে ছাত্র-ছাত্রীদের বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে ড্যান উত্তীর্ণ সার্টিফিকেট ও বিভিন্ন প্রতিযোগিতায় মেডেল অর্জনকারীদের মেডেল, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা নাজমুল আহসান ফারুক রুমেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ন কবির জীবন, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ জাহান।
প্রধান অতিথি আরফানুল হক রিফাত বলেন, আত্মরক্ষার জন্য এবং মাদক থেকে দূরে থাকতে ও সুন্দর জীবন গড়ার লক্ষে সকল ছেলে মেয়েদেরকে কারাতে প্রশিক্ষণ নেয়ার প্রয়োজন। তিনি সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রশিক্ষক সেনসি মোখলেছুর রহমান আবু’র ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি নাজমূল আহসান ফারুক রুমেন বলেন-কুমিল্লায় খেলার জন্য এবং সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাবেন এবং এই সুন্দর আয়োজন করার জন্য সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রশিক্ষক সেনসি মোখলেছুর রহমান আবুকে ধন্যবাদ জানান।
দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মেডেল ও সার্টিফিকেট তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাঈন উদ্দিন এবং যুগ্ম দায়রা জজ ৪র্থ আদালত কুমিল্লার তাওহীদা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন-এডভোকেট সুলতানা সালেহা চৌধুরী লাভলি, কারাতে প্রশিক্ষক মোঃ মনিরুল ইসলাম- বিপাড়া, হারুন উর রশিদ সুমন-লাকসাম, রুবেল আহমেদ-চকবাজার, আদনান, মিথিলা, আরিফ, মাহিন, অপু, রিয়াদ, আমান উল্লাহ, আতিকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জনকারী ও কারাতে রেফারী সেনসি মোখলেছুর রহমান আবু এবং পরিশেষে সেনসি আবু অনুষ্ঠানের অতিথি, অভিভাবক, সাংবাদিক, জেলা ক্রীড়া সংস্থা ও সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশন এর কর্মকর্তা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।