ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে শেখ রাসেল দিবস উপলক্ষে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত
Published : Monday, 18 October, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ||
শেখ রাসেল দিবস উদ্যাপনের অংশ হিসেবে গতকাল রোববার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ থেকে ১২ বছর বয়সের শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা ও আইসিটি বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মন্জুরুল হক।উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ থেকে ১২ বছর বয়সের  ৩ জন করে শিক্ষার্থী প্রিয় শেখ রাসেল বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা এবং আইসিটি বিষয়ের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় অংশ নেয়।এসময় বিচারক এবং অন্যান্য দায়িত্ব নিয়ে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়বুর রহমান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন,মিজানুর রহমান ,আ ন ম মাছুম,উপজেলা সহকারী প্রোগ্রামার অপূর্ব সাহা ও প্রদীপ চাকমা।আজ সোমবার একই সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালনসহ অনুষ্ঠিত প্রতিযোগীতা সমূহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ছবির ক্যাপশন: চৌদ্দগ্রাম  উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিয় শেখ রাসেল বিষয়ে উপস্থিত বক্তৃতা করছেন একজন ক্ষুদে শিক্ষার্থী।এসময় ইউএনও এস এম মনজুরুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।