ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদক ও চোরাচালান প্রতিরোধে ভারত- বাংলাদেশ সীমান্তে কাজ করছেন ব্রাহ্মণপাড়া প্রশাসন
Published : Monday, 18 October, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাদক সমস্যা সমাধানে মাদক প্রতিবেদন ও কৌশলপত্র তৈরী করে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করার উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহি অফিসার সোহেল রানা এ প্রতিনিধিকে বলেন, আমি ব্রাহ্মণপাড়ায় যোগদানের পর থেকে মাদক বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। ব্রাহ্মণপাড়া উপজেলাকে কিভাবে শতভাগ মাদকমুক্ত করা যায় সে লক্ষ্যে আমি বিভিন্ন কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি এ জনপদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের মহোদয়কে, যারা মাদক প্রতিরোধে আমাকে পুরোপুরি সমর্থন ও সহযোগিতা করার ঘোষনা দিয়েছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনদেরও ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বলেন, মাদক প্রতিরোধে যে প্রতিবেদন তৈরি করা হচ্ছে তা হল, সীমান্তবর্তী শশীদল ইউনিয়নে দুই দেশের মাঝে ৩০০ গজ নো ম্যানস ল্যান্ডে স্থাপনার তালিকা ও ম্যাপিং,
শশীদল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মাদক ও চোরাচালানের রুট এর বর্ণনা ও ম্যাপিং,
অন্যান্য ইউনিয়নের মাদকের চাহিদা ও প্রকোপের পরিসংখ্যান নির্ণয়, ছোট, বড় ও মাঝারি মাদক ও চোরাকারবারিদের তালিকা করা, সমস্যা সমাধানে মূল চ্যালেঞ্জ,
সমস্যা সমাধানে চেকপোস্ট স্থাপন থেকে শুরু করে অন্যান্য পলিসি, ইন্টারভেনশন প্রতিবেদনে বেরিয়া আসা সমাধানের যে অংশটুকু উপজেলা পর্যায়ে সমাধান সম্ভব সেটি উপজেলায় সমাধানের চেষ্টা করা হবে। যেসকল সমাধানে জেলা ও সরকারের সিদ্ধান্ত প্রয়োজন সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হবে। তিনি বলেন, প্রতিবেদনটি তৈরীতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসমূহ। প্রয়োজনে অন্যান্য দপ্তর ও সংস্থার সহযোগিতা নেওয়া হবে। প্রতিবেদন তৈরীর লক্ষ্যে শনিবার দিনব্যাপী শশীদল ইউনিয়নে সমীক্ষা ট্যুর করা হয়। সমীক্ষা ট্যুরে অংশ নেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার এবং শশীদল ও সালদানদী ক্যাম্পের বিজিবি ক্যাম্প কমান্ডার। এছাড়াও উপজেলা প্রশাসন, ভূমি অফিস, বিজিবি ও থানার কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এ সমীক্ষা ট্যুরে অংশ নেন।