ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে গুচ্ছ পদ্ধতির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
উপস্থিতি ৯৬ শতাংশ----
Published : Monday, 18 October, 2021 at 12:00 AM, Update: 18.10.2021 1:23:52 AM
কুবিতে গুচ্ছ পদ্ধতির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্নতানভীর সাবিক, কুবি ||
গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে।
রোববার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'এ' ইউনিটে ২ হাজার ৫০৫ জন পরীক্ষার্থীর মধ্য ২ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়। ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেননি। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিলো ৯৫.৫৬ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবনের ৫৪ টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
'এ' ইউনিট ভর্তি কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, সবার সহযোগীতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রথমবারের মত শিক্ষার্থীদের দুর্ভোগ লাগব করতে ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রশ্নপত্র সংগ্রহ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।