জয়
নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। সেই পথে এগিয়ে যেতে তৃতীয় দিন মোটেও সময়
নেয়নি ঢাকা বিভাগ। অনায়াসেই সিলেট বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের
এবারের আসর শুরু করল তারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচটি মঙ্গলবার ঢাকা জিতে নিয়েছে ৭ উইকেটে।
৬৬
রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন ঢাকার প্রয়োজন ছিল স্রেফ ১৮ রান। রকিবুল
হাসান ও তাইবুর রহমানের ব্যাটে দিনের তৃতীয় ওভারেই তা ছুঁয়ে ফেলে দলটি।
৩
উইকেট ৪৮ রান নিয়ে শুরু করা দিনের প্রথম ওভারেই পরপর দুই বলে খালেদ
আহমেদকে চার মারেন রকিবুল। পরের ওভারে এনামুল হক জুনিয়রকে বাউন্ডারি হাঁকান
তাইবুর।
৩ চারে ১৫ করে অপরাজিত ছিলেন রকিবুল। এক চারে তাইবুর মাঠ ছাড়েন ৮ রান করে।
ঢাকার
জয়ের ভিত অবশ্য গড়া হয়ে গিয়েছিল ম্যাচের প্রথম দিনই। নাজমুল ইসলাম অপুর
দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে তারা গুটিয়ে দেয় কেবল ৬৭ রানে। দ্বিতীয় ইনিংসেও
সিলেট করতে পারেনি বড় রান।
ফলে প্রথম ইনিংসে ভালো না করা ঢাকার জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি।
প্রথম
ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪টি, ম্যাচে ৬৪ রান দিয়ে ১০ উইকেট
নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।
আগামী রোববার রংপুর বিভাগের বিপক্ষে মুখোমুখি হবে ঢাকা। আর সিলেট খেলবে খুলনার বিপক্ষে।