ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া
Published : Thursday, 21 October, 2021 at 2:09 PM
অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে যুক্তরাষ্ট্র: উ. কোরিয়াউত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং। একই সঙ্গে ওয়াশিংটনের দেওয়া আলোচনার প্রস্তাবকেও প্রশ্নবিদ্ধ করেছে তারা। উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়ন নিয়ে ওয়াশিংটন দ্বৈত নীতি অবলম্বন করছে বলেও বৃহস্পতিবার অভিযোগ করেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া বলছে গত কয়েক সপ্তাহে তাদের চালানো অস্ত্র পরীক্ষার লক্ষ্য দেশের প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন, যেমনটি অন্য দেশগুলোও করে থাকে। তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাতিসংঘ শত্রুতার নীতি নিয়েছে আর দ্বৈত নীতি অবলম্বন করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এই সপ্তাহে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে তা উত্তর কোরিয়ার স্বাভাবিক মধ্য ও দীর্ঘ মেয়াদি প্রতিরক্ষা পরিকল্পনার অংশ। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনও দেশকে উদ্দেশ্য করে এই পরীক্ষা চালানো হয়নি বলে দাবি করেন ওই মুখপাত্র।

ওই মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করে যুক্তরাষ্ট্র উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই করেনি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বুধবার বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলতে পিয়ংইয়ং এর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আলোচনার প্রস্তাব গ্রহণের তাগিদ দিয়ে তিনি দাবি করেন ওয়াশিংটনের শত্রুতা করার কোনও ইচ্ছা নেই।