ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা বিভাগ মেঘনা নামে হবে, না হয় হবে না-প্রধানমন্ত্রী (ভিডিও)
Published : Thursday, 21 October, 2021 at 4:00 PM
কুমিল্লা বিভাগ মেঘনা নামে হবে, না হয় হবে না-প্রধানমন্ত্রী (ভিডিও)স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুইটি বিভাগ দুইটি নদীর নামে করার সিদ্ধান্ত নিয়েছি, একটি পদ্মা ও একটি মেঘনা। ‘কু’ নামে বিভাগ হবে না। কুমিল্লা নামের সাথে মুশতাকের নাম জড়িত। সেটা আমি দেবো না।
তিনি বলেন, ফরিদপুর বিভাগ করা হবে পদ্মা নামে আর কুমিল্লা বিভাগ করবো মেঘনা নামে। কারন পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এই শ্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে বিজয় অর্জন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধনকালে এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা নামে হলে চাঁদপুর বলবে চাঁদপুর নামে হবে, নোয়াখালী বলবে নোয়াখালী নামে হবে। কুমিল্লা ত্রিপুরার ভগ্নাংশ।
তিনি বলেন, ফরিদপুর বিভাগ করা হবে পদ্মা নামে আর কুমিল্লা বিভাগ করবো মেঘনা নামে। কারন পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এই শ্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে বিজয় অর্জন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা নামে অন্য জেলাগুলো চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, লক্ষীপুর আসবে না, চাঁদপুর আসবে না, ব্রাহ্মণবাড়িয়া আসবে না।
তিনি বলেন, কুমিল্লা বিভাগ ‘মেঘনা’ নামে হবে না হয় বিভাগ হবে না।
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, ডা. প্রাণগোপাল দত্ত এমপি, আবুল হাসেম খান এমপি, নাসিমুল আলম চৌধুরী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।