পাকিস্তানে পৃথক তিনটি হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত ছয় সদস্য নিহত হয়েছে। তিনটির মধ্যে দুটি হামলা পশ্চিমাঞ্চলীয় প্রদেশে নিরাপত্তা ফাঁড়িতে চালানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে।
বুধবার রাতে বাজাউর জেলায় তল্লাশী অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে চারজন নিহত হন।
নিহতদের মধ্যে দুজন আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস-এর সদস্য। অপর দুজন পুলিশ কর্মকর্তা।
বাজাউর থেকে ১৮০ কিলোমিটার দূরে হাঙ্গু জেলার থাল এলাকায় নিরাপত্তা চেক পোস্টে আরেকটি হামলায় ২৬ বছর বয়সী এক সেনা সদস্য নিহত হয়েছে।
বুধবার বালুচিস্তান প্রদেশের আরেকটি হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছে।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠীর পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করা হয়নি।
সূত্র: আল জাজিরা