ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশ্নে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM, Update: 22.10.2021 1:27:35 AM
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশ্নে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর উদ্যোগে ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম উদযাপন করা হয়। ১২ই রবিউল আউয়াল (২০ অক্টোবর) মহানবীর আগমন দিবস উপলক্ষ্যে বিভিন্ন দরবার, খানকা, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন এবং নবী প্রেমিক আশেকে রাসুলদের অংশগ্রহনে খন্ড খন্ড জুলুস সহকারে বখশিয়া দরবার শরীফের সম্মুখ থেকে রওয়ানা হয়ে কুমিল্লা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দারোগা বাড়ীস্থ শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) এর মাজার শরীফে গিয়ে মিলাদ ও কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে জুলুস সমাপ্ত হয়। উক্ত জশনে জুলুসে উপস্থিত ছিলেন বখশীয়া দরবার শরীফের পীর সাহেব ও ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম উদযাপন কমিটি কুমিল্লার সন্মানীত আহবায়ক শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী, উদযাপন কমিটির সদস্য সচিব কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ছৈয়দ মুুহাম্মদ সোহেল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এডভোকেট মুহাম্মদ শওকত আকবর, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা কমিটির সভাপতি শাহজাদা জালাল উদ্দিন বখ্শী, সহসভাপতি মুহাম্মদ নাজমুল হাসান সরকার, সহসাধারন সম্পাদক মুহাম্মদ মোবারক হোসাইন বখশী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রেজভী, আমোদ ও আপ্যায়ন সম্পাদক আহমদ উদ্দিন মানিক গাফফারী বখশী, দপ্তর সম্পাদক ছৈয়দ আবদুল হাদী, যুববিষয়ক সম্পাদক শাহজাদা মুহাম্মদ তাসরীফ শাহ আশরাফী, সহসভাপতি মুবিন রহমানী বখশী, মাওলানা মোহাম্মদ শাহজাহান বিপ্লবী, পাথুরীয়া পাড়া জামে মসজিদের খতিব খাজা ইমরান বিন জেহাদী , মাওলানা জসিম উদ্দিন, মহানগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বখশী, গভেষনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, জিএস সফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল কাদের,মুহাম্মদ নিল মিয়া র্সদার, মুহাম্মদ হুমায়ন মিয়া র্সদার, হাউজিং ষ্টেট বখশী জামে মসজিদ, নুরপুর নুরে কাদেরী জামে মসজিদের খতিবসহ, কুমিল্লার বিভিন্ন জামে মসজিদের খতিব ও ইমামগণ, কুমিল্লা মহানগরের বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব ও খানকা সমুহের খলিফা, খাদেম এবং আশেকে রাসুল বিভিন্ন দরবার শরীফের ভক্ত মুরিদ বৃন্দ উক্ত জুুলুসে অংশ গ্রহন করেন।