Published : Friday, 22 October, 2021 at 12:00 AM, Update: 22.10.2021 1:27:40 AM
আবুল কালাম আজাদ:- গত বুধবার লাকসাম উপজেলার বিভিন্ন স্থানে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: হেলাল উদ্দিন এবং জেলা পরিষদ সদস্য ও কুমিল্লা দ: জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো: আবু তাহের। পরে কান্দিরপাড় মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে কোভিড-১৯ উপলক্ষে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও কর্মহীন দরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুমিল্ল জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো: আবু তাহের। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, কুমিল্লা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এসএম হেদায়েত, উপ-সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মীয় ও শ্রেণী-পেশার মানুষ। এসময় প্রায় তিন শতাধিক অসহায় লোকের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ ও সমপ্রীতি সমাবেশের সভাপতি কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো: আবু তাহের বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানী দোসর জামাত-বিএনপি পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুমিল্লায় হিন্দুদের মন্দিরে পবিত্র কুরআন শরীফ রাখা তারই একটি অংশ বলে জাতি মনে করে। কিন্তু ষড়যন্ত্র কারীরা কখনই সফল হতে পারবে না, ইনশাআল্লাহ। কেননা বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, স্বাধীনতার পক্ষে, জঙ্গী-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিপক্ষে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহচর হিসাবে আমাদের সকলের অভিভাবক মাননীয় এলজিআরজি মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি মহোদয় দেশের উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। আমার দায়িত্বে আসার পর থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক সকল উন্নয়ন পরিচালনা করেছি, আগামী দিনে ও প্রিয় নেতার সকল নির্দেশনা মেনে রাজনীতি ও উন্নয়ন কায্যক্রম পরিচালনা করব বলে বদ্ধপরিকর। প্রধান অতিথি কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: হেলাল উদ্দিন বলেন আজকের এই ত্রাণ বিতরণ ও সম্প্রীতি সমাবেশে এসে আপনাদের সম্প্রীতি দেখে আমি মুগ্ধ হয়েছি। একটি সম্প্রদায় সব সময় চেষ্টা করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য, আপনারা এদের চিহ্নিত করতে পারলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। তিনি মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের রাষ্ট্রীয় উন্নয়ন কাজের প্রশংসা করে বলেন আপনারা জাতির একজন গর্বিত সন্তানের নেতৃত্বে রয়েছেন। যাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর দায়িত্ব দিয়ে থাকেন। এর আগে তিনি লাকসামে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।