ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা সম্মাননা প্রদান ও মতবিনিময়সভা
Published : Sunday, 24 October, 2021 at 12:00 AM
কুমিল্লা শহরতলীর ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা, সম্মাননা প্রদান ও মতবিনিময়সভা গতকাল ছায়াবিতান সোসাইটিতে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব ও ছায়াবিতান সোসাইটির সম্মানিত সদস্য এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো: জিল্লুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ, কুমিল্লা জেলা সমবায় অফিসার মো: আল-আমিন, জাগ্রত মানবিকতার  প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক ডা. তাহ্সীন বাহার সূচনা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ বাবু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সোসাইটির ২০১৯-২০ ও ২০২০-২০২১ খ্রি. সনের বার্ষিক সাধারণ সভা, দ্বিতীয় পর্বে সোসাইটির নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং “সদস্য পরিচিতি” বই এর মোড়ক উন্মোচন করা হয়।
সোসাইটির বয়োজ্যেষ্ঠ সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আলহাজ¦ মোঃ আবু মুসা চৌধুরী, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ জাহের মিঞা, মুসলিম গভ: উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস নিলুফার বেগম, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুস ছালাম মিয়া, অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোঃ আ ন ম জহির উদ্দিন, পিটিআই’র অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট  মো: ওবায়েদ উল্লা শেখকে সম্মাননা জানানো হয়।
সোসাইটির ব্যবস্থাপনা কমটির সহসভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক সরকারের সঞ্চালনায় এতে সোসাইটির সম্পাদক এএম মামুনুর রশীদ অপু, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ছায়াবিতান কোÑঅপারেটিভ সোসাইটি সরকারি চাকুরিজীবীদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যেগে ১৯৭৮ খ্রিষ্টাব্দে শহরতলীর দৌলতপুর মৌজায় ৯.৮৭ একর জমি বরাদ্ধ পেয়ে সোসাইটির আবাসিক কার্যক্রম চালু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১২১ জন। যারা সরকারের বিভিন্ন দপ্তরের বর্তমান, প্রাক্তন ও তাঁদের পরিবারের সদস্য।
ছায়াবিতান সোসাইটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)  মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- এতিহ্যবাহী এই সোসাইটিতে সরকারের সকল দপ্তরের চাকরিজীবীরা বসবাস করেন। সুপরিকল্পিত এই সোসাইটির সার্বিক উন্নয়নে ও পরিচালনায় স্থানীয় সাংসদ মহোদয়, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।