দাউদকান্দিতে মোশতাকের বাড়ি ঘেরাও
Published : Sunday, 24 October, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।। বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং বাড়ি ঘেরাও কর্মসূচী করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলার দশপাড়া খন্দকার মোশতাকের বাড়ির সামনে এ প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
সভায় বক্তব্যে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন কুমিল্লার ৫০ লাখ মানুষের দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা করার পুর্নবিবেচনার দাবি করেন। একজন কুলাঙ্গারের কারণে ৫০ লাখ মানুষ কষ্ট পেতে পারে না । তিনি আরো বলেন, গত ৬ বছর খুনি মোশতাকের সম্পত্তির বাজেয়াপ্তের দাবিতে আন্দোলন করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে এ সম্পত্তি বাজেয়াপ্ত করা না হলে বুলডেজার দিয়ে খুনী মোশতাকের বাড়ি ভাঙচুর করে একটি এতিমখানা করা হবে। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ সভাপতি
মো: তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো: রকিব উদ্দিন রকিব,উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমূখ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।