ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপে পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়
Published : Sunday, 24 October, 2021 at 12:00 AM, Update: 24.10.2021 1:24:07 AM
কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপে পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায় নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ ও মন্দির পদির্শন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে কুমিল্লার শহরে নগরীর কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষাকালী মন্দির পরিদর্শনকালে তিনি  সাংবাদিকদের এসব কথা বলেন, সরকারের জনপ্রিয়তা এবং দায়বদ্ধতা কোনোটাই নেই। তবে বিএনপির দায়বদ্ধতা আছে বিধায় সবসময় জনগণের পাশে থাকে। সরকার আন্তরিক হলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এতো ঘটনা ঘটতো না।     
পরিদর্শনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।