Published : Sunday, 24 October, 2021 at 12:00 AM, Update: 24.10.2021 1:24:44 AM
বশিরুল ইসলাম:
বিশ্ব
শান্তি সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দ কুমিল্লার ক্ষতিগ্রস্ত
পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। শনিবার দুপুুরে কুমিল্লা শহরের
নানুয়ার দিঘির পাড়ে সংঘটিত পূজামন্ডপ ও কাপড়িয়াপট্টি রক্ষাকালী মন্দির
পরিদর্শন শেষে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, কুমিল্লা নানুয়া দীঘির
পাড়ের ঘটনাটি পরিকল্পিত ও সাজানো। উসিলা তৈরি করে চক্রান্ত করা হয়েছিল।
কুমিল্লাসহ সারাদেশে যে হামলা করেছে তা প্রস্তুতি নিয়েই করেছে। সুতারাং
আমরা একটি ধর্মান্ধ গোষ্ঠির আক্রমণের শিকার হয়েছি।
তিনি প্রশাসনের
ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, কুমিল্লায় পূজামন্ডপে হামলা, ব্যর্থতার
জন্য দায়ী ও গাফলতি, অদক্ষতা এবং প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক
কর্মচারী যারা উদ্দেশ্যমুলকভাবে নিংস্ক্রিয় থেকেছে এবং হামলা পরিচালনা
করতে সাহায্য করেছে। আমি মনে করি শেখ হাসিনার অসাম্প্রদায়িক সরকারের
অসাম্প্রদায়িক প্রশাসন দরকার।
এসময় উপস্থিত ছিলেন, বিশ^ শান্তি সংস্থা
বাংলাদেশ পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, জাসদের সাধারণ সম্পাদক
নাজমুল হক প্রধান, প্রখ্যাত সাংবাদিক আবেদ খান, সাবেক বিচারপতি মমতাজ
উদ্দিন আহমেদ, ন্যাপ নেতা পার্থ সারথী দাশ, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক
ডা. শাহাদাৎ হোসেন ও নারী নেত্রী বিনা শিকদার প্রমুখ।
এর আগে কুমিল্লা
টাউনহল মুক্তমঞ্চে ‘বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খিস্ট্রান ঐক্য পরিষদের
প্রতিমা, মঠ, মন্দির ভাংচুর ও বাড়ি ঘর অগ্নিসংযোগ’ এর প্রতিবাদে গণ অনশন ও
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও
সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বিশ^ শান্তি পরিষদের সভাপতি
মোজাফফর হোসেন পল্টু, প্রখ্যাত সাংবাদিক আবেদ খান প্রমুখ। তারা বিকালে
কুমিল্লা সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার
এমপিসহ অন্যান্যরা।