পাকিস্তানের বিপক্ষে টান টান উত্তেজনাকর ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়েছে ভারত। ৫.৪ ওভারে দলীয় ৩১ ফেরেন দুই ওপেনার রোহিত শর্মা, লোকেশ রাহুল ও চারে ব্যাটিংয়ে নামা সুরাইয়া কুমার যাদব।
পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত। আর লোকেশ রাহুলকো বোল্ড করেন এই তরুণ পেসার।
২.১ ওভারে মাত্র ৬ রানে তারকা দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন অধিনায়ক বিরাট কোহলি ও সুরাইয়া কুমার যাদব।
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
দুবাইয়ে রোববার বিশ্বকাপের ওই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বিশ্বকাপের আসরে আজ উত্তেজনার পারদ চড়েছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। দুই দলই ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছে। দুই দেশই এবারের বিশ্বকাপের হটফেভারিট। ম্যাচটিকে ঘিরে পুরো এশিয়াজুড়ে উত্তেজনায় কাঁপছে।
এর আগে টি-২০ বিশ্বকাপে পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। সব ম্যাচই পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার পাকিস্তান চাইবে ভারতকে হারিয়ে সেই দুর্নাম ঘুচাতে। এবারের বিশ্বকাপের হট ফেভারিট ইমরান খানের উত্তরসূরীরা।
টি-টোয়েন্টি র্যাংকিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়। আর পাকিস্তানের অবস্থান তৃতীয়। তবে বর্তমান র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, যেখানে অস্ট্রেলিয়া আরও এক ধাপ পিছিয়ে ৭ম।