ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের আহ্বান কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে মানববন্ধন
Published : Monday, 25 October, 2021 at 12:00 AM
গতকাল ২৪ অক্টোবর বেলা ১১ টা থেকে দুপুর ১২টায় ঘন্টাব্যাপি বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)’র আহ্বানে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপকমণ্ডলী, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, চিকিৎসা সেবায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মসূচির শুরুতে কলেজ আঙ্গিনায় ব্যানার সজ্জিত র‌্যালি নিয়ে অবস্থান গ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান ইস্টার্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার, গাইনী এন্ড অবস্ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সায়মা আফরোজ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।