চাঁদপুরে ২১ দিনে ২১৮ জেলের কারাদণ্ড
Published : Monday, 25 October, 2021 at 12:00 AM
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের অপরাধে চাঁদপুরে ২১৮ জন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ৪ থেকে ২৪ অক্টোবর দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জেলা প্রশাসন, নৌবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ড। এ ছাড়া অভিযানে মোট ২১ কোটি টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, গত ৪ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৬৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময়ে নদী থেকে জব্দ করা হয়েছে ২১ কোটি টাকা মূল্যের এক কোটি ৫ লাখ মিটার কারেন্ট জাল। জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া এক হাজার কেজি ইলিশ জব্দ করা হলেও সেগুলো বিতরণ করা হয় এতিমখানা ও দুস্থদের মাঝে। ২১ দিনে মামলা হয়েছে ১০৮টি। আরও ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল দেখতে শুরু করেন বিজ্ঞানীরা। বাড়তে শুরু করে ইলিশের উৎপাদন। তখন তারা গবেষণায় দেখতে পান, শুধু পূর্ণিমায় নয়, এই সময়ের আমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমার সঙ্গে অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়।