ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ‘সিন্ডিকেট’: মোশাররফ
Published : Monday, 25 October, 2021 at 12:00 AM
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ব্যবসায়ীদের ‘সিন্ডিকেট’কে দায়ী করে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারা মদদ পাচ্ছে সরকারের।
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে একথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, আকাশ ছোঁয়া দাম। সরকার এর লাগাম টেনে না ধরে বরং দাম বাড়ানোর পেছনে যে আওয়ামী সিন্ডিকেট আছে, তাদেরকে তারা উৎসাহিত করছে।
“দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে যে সকল সিন্ডিকেট আছে, তারা সকলেই আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী। তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, সুবিধা দেয়ার জন্যে দ্রব্যমূল্য রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।”
মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আগে যেখানে শতকরা ২০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল, এই করোনার কারণে আরও ২০ ভাগ মানুষ এই দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে পরিণত হয়েছে।
“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এদেশের মানুষ দুই বেলা ভাত পেট ভরে খেতে পারে না। বহু মানুষ অনাহারে থাকে। তাদের ক্ষমতা নেই, আয় রোজগার কমে গেছে।”