কুমিল্লায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Monday, 25 October, 2021 at 12:00 AM, Update: 25.10.2021 1:31:29 AM
প্রতিথযশা মিউজিশিয়ান মিনহাজ উদ্দিনের পৃষ্ঠপোষকতায়, তাঁর গিটার ও সঙ্গীতের ছাত্র ছাত্রীদের নিয়ে কুমিল্লা নরুল ইন্সটিটিউটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেমসের জনপ্রিয় গান “আমার সোনার বাংলা” দিয়ে পর্দা উন্মোচিত হয়। তারপর একেরপর এক জনপ্রিয় গান দর্শকদের মুগ্ধ করে রাখে। সন্ধ্যার পর সঙ্গীতপ্রেমীদের উপচেপড়া ভীড় হতে থাকে। আর আপন সুরে নিজেদের প্রিয় গানগুলোর সাথে সুর মিলায়। উল্লেখ্য মিনহাজ উদ্দিন কুমিল্লার চকবাজারস্থ ঐতিহ্যবাহী পুরাতন মৌলুভীপাড়ার সম্ভ্রান্ত পরিবারে "পুরাতন মৌলুভী বাড়িতে” জন্মগ্রহণ করেন। এই সংগীতজ্ঞ দেশে বিদেশে প্রায় ৪৭ বছর যাবত মিউজিক ও সঙ্গীত পরিবেশন করে আসছেন। আর ডি বর্মণ(পঞ্চম)শচীন দেব বর্মন আর ধীরেন্দ্রনাথ দত্তের সাংস্কৃতিক অঙ্গন কুমিল্লা কে ধারন করাই এই সংগীতজ্ঞের একমাত্র চাওয়া।