ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে নৌকা পেয়েই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা গুলি করলেন প্রতিপক্ষকে
Published : Wednesday, 27 October, 2021 at 12:00 AM, Update: 27.10.2021 1:35:40 AM
দাউদকান্দিতে নৌকা পেয়েই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা গুলি করলেন প্রতিপক্ষকেনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্য নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থীর ভাতিজার বিরুদ্ধে প্রতিপক্ষকে গুলি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে কুশিয়ারা বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে সদ্য মনোনয়ন পাওয়া জসিম উদ্দিন প্রধানের ভাতিজা সৌরভ (২৮) একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: লোকমান হোসেনের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: ইব্রাহিমকে (২১) গুলি করে। গুলিবিদ্ধ ইব্রাহিমকে গৌরীপুর হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম।
এ বিষয়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।  ঢাকায় চিকিৎসাধীন আহত ইব্রাহিম শঙ্কামুক্ত রয়েছে বলে জেনেছি। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।