ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার হোমনা, দাউদকান্দি ও বরুড়া
২৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা পেলেন যারা
Published : Wednesday, 27 October, 2021 at 12:00 AM, Update: 27.10.2021 1:37:08 AM
২৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা পেলেন যারামাসুদ আলম।।
তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে কুমিল্লার তিন উপজেলার ২৯ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। সোমবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তা চূড়ান্ত করা হয়।কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গাতে নাজিরুল হক ভূইয়া, ঘাগুটিয়াতে ইকবাল হোসেন রনি, দুলালপুরে জসিম উদ্দিন সওদাগর, চান্দেরচরে মোজাম্মেল হক, আছাদপুরে ছিদ্দিকুর রহমান, নিলখীতে জালাল উদ্দিন, ভাষানিয়াতে আব্দুল আউয়াল, ঘারমোড়াতে এ কে এম মনিরুজ্জামান, জয়পুরে তাইজুল ইসলাম। দাউদকান্দি উপজেলার দাউদকান্দি (উত্তর) ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান, সুন্দলপুরে মোহাম্মদ রাশেদুল ইসলাম সরকার, গৌরীপুরে মোহাম্মদ নোমান মিয়া, জিংলাতলীতে ওমর ফারুক মিয়াজী, ইলিয়টগঞ্জে (উ:) জসিম উদ্দিন প্রধান, মালীগাঁওতে নুরুল ইসলাম, মোহাম্মদপুরে (পশ্চিম) দুলাল আহম্মদ, মারুকাতে খলিলুর রহমান তালুকদার, বিটেশ্বরে হুমায়ুন কবির ভূইয়া, পাঁচগাছিয়াতে (পশ্চিম) জামাল উদ্দিন চৌধুরী, গোয়ালমারীতে মান্নান প্রধান, পদুয়াতে মিনু বেগম। বরুড়া উপজেলার আগানগরে ওমর ফারুক ভূঞাঁ, ভবানীপুরে খলিলুর রহমান, খোশবাসে (উত্তর) নাজমুল হাছান, ঝলমে খায়রুল আনাম এয়াকুব, চিতড্ডাতে জাকারিয়া, আড্ডা তে জাকির হোসেন, আদ্রাতে আ. করিম, লক্ষীপুরে আবুল হাশেম. পয়ালগাছাতে সৈয়দ মহি উদ্দিন নৌকা প্রতীক পেয়েছেন।