ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসের কড়িকান্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন মুরাদ
কবির হোসেন
Published : Thursday, 28 October, 2021 at 5:52 PM, Update: 28.10.2021 5:58:32 PM
তিতাসের কড়িকান্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন মুরাদ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তিতাস উপজেলার ৪ নম্বর কড়িকান্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ। আজ বৃহস্পতিবার সকাল দশটায় রিটার্নিং কর্মকর্তা ডাঃ মো.আঃ মান্নান মিয়া যাচাই-বাছাই শেষে উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাইফুল আলম মুরাদকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে গণবিজ্ঞপ্তি জারি করেন। এসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম মুরাদের হাতে গণবিজ্ঞপ্তির পত্রটি তুলে দেন রিটার্ণিং কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মদ মোমিনুর জাহান বলেন কড়িকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদ বাদে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যসহ বাকী ৮ টি ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং চেয়ারম্যান পদে ৪৪ জন,সাধারণ সদস্য পদে ২৮৫ জন ও সংরক্ষিত সদস্য পদে(মহিলা) ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।