ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হৃদরোগে আক্রান্ত হয়ে দেবিদ্বার উপজেলা সাবেক চেয়ারম্যানের মৃত্যু
শাহীন আলম, দেবিদ্বার।
Published : Tuesday, 2 November, 2021 at 6:04 PM
হৃদরোগে আক্রান্ত হয়ে দেবিদ্বার উপজেলা সাবেক চেয়ারম্যানের মৃত্যুহৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো.আবুল বাসার ভূঁইয়া (৭৫) মারা গেছেন। মঙ্গলবার (২নভেম্বর) সকাল ৭টায়  ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মো. আবুল বাসার ভূঁইয়া দেবিদ্বার  উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মৃত ছাদির বক্স ভূঁইয়ার ছেলে। তিনি ন্যাপ গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন এবং ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সম্পর্কে আপন চাচাতো ভাই। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য নাতি নাতনি এবং শুভাকাংখী রেখে গেছেন।
জানা গেছে, মো.আবুল বাসার ভূইয়া ১৯৮৬ সালে প্রথম দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন পরে ১৯৯৭ সালে তিনি নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এলাহাবাদ ইউনিয়ন পরিষদের দুই বারের ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকাস্থ দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেন। 
তাঁর মৃত্যুতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা,  নিউ ইয়ার্ক প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মো.আশিক উন নবী তালুকদার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।