Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM, Update: 02.11.2021 1:16:14 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায়
পূজামণ্ডপ ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় এবার নতুন একটি মামলা করেছে পুলিশের
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তথ্য প্রযুক্তি
আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী সিআইডির পুলিশ পরিদর্শক আতিকুর
রহমান। মামলাটিতে কুমিল্লার স্থানীয় একটি ইউটিউব চ্যানেলের (কুমিল্লা
টাইমস্ টিভি ) দুইজনকে এজাহারনামীয় আসামি করে অজ্ঞাতদের আসামি করা হয়েছে
বলে জানিয়েছেন সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান।
এই মামলায় দুইজনকে গ্রেপ্তারের পর সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
এ
নিয়ে কুমিল্লার ঘটনায় মোট ১২টি মামলা দায়ের হলো। এসব মামলায় ৯৩ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৮টি মামলা কোতয়ালী থানায়। নগরীর নানুয়া
দিঘীর পাড়ের অস্থায়ী মণ্ডপে কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার
আসামী ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার রয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি।
আদালতের মাধ্যমে ইকবালসহ চার আসামীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য
রিমান্ডে নিয়েছে সিআইডি। এর আগে আরো ৭ দিন করে ওই মামলার আসামিদের রিমান্ডে
জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান গণমাধ্যমকে
জানান, কুমিল্লার নানুয়ারদীঘির পাড়সহ বিভিন্ন এলাকার সহিংসতার ভিডিওচিত্র
‘কুমিল্লা টাইমস’ নামের একটি নিউজ পোর্টালে লাইভ প্রচার করে সহিংসতা উস্কে
দেওয়ার অভিযোগ উঠেছে ‘কুমিল্লা টাইমস’ নামের স্থানীয় একটি অনলাইন নিউজ
পোর্টালের বিরুদ্ধে।
সিআইডি-কুমিল্লার পরিদর্শক আতিকুর রহমান কুমিল্লা
কোতোয়ালি মডেল থানায় এই নিউজ পোর্টালের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের
বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে মামলা দায়ের করেন। পরে সোমবার এই
মামলায় সাজ্জাদ হোসেন শিমুল ও ফয়সাল মবিন পলাশ নামে দুই ভাইকে গ্রেপ্তার
করে সিআইডি। দুজনে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ার পর জেল হাজতে পাঠানো
হয়েছে তাদের।
খান মোহাম্মদ রেজওয়ান জানান, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের হওয়া ১২ মামলায় ৯৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিআইডি
সূত্র বলছে, বিশেষ পুলিশ সুপার, খান মুহাম্মদ রেজোয়ানের নির্দেশে টিম
সিআইডি কুমিল্লা গত ১৩ অক্টোবর নানুয়ার দিঘির উত্তর পাড়ে অস্থায়ী
পূজামণ্ডপের ঘটনায় লাইভ ভিডিও করে উস্কানি দিয়ে দেশব্যাপী দাঙ্গা হাঙ্গামা
ছড়ানো ও আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর অপরাধে ঈড়সরষষধঞরসবং ঞা নামক ফেসবুক
পেজের এডমিন ও লাইভ ভিডিও ধারণকারী সাজ্জাদ হোসেন শিমুল (২৩) ও ফয়সাল মবিন
পলাশকে (৪০) গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন কুমিল্লার বাঙ্গরা বাজার থানার
বাঙ্গরা গ্রামের নজরুল ইসলামের পুত্র। তাদের পেইজে করা বর্ণিত নাশকতামুলক
ভিডিওতে প্রায় ১ লক্ষ উনানব্বই হাজার লাইক, ১৬ হাজার কমেন্ট ও ৫মিলিয়ন ভিউ
হয়। এতে করে দেশব্যাপী নাশকতা ছড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে।
গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সি আই ডি কুমিল্লার
ইন্সপেক্টর আতিকুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতোয়ালি থানার মামলা
নং ০৪, তারিখ ০১/১১/২১ ইং, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর
২৫(২)/২৮(২)/৩১(২)/৩৫(২) রুজু করা হয়।