ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চোখ খুলেছেন আকিব, নাড়াতে পারছেন হাত-পা
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM, Update: 02.11.2021 1:16:04 AM
চোখ খুলেছেন আকিব, নাড়াতে পারছেন হাত-পাপ্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি জে আকিবের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। চোখ খুলে তাকিয়েছেন তিনি। হাত-পাও নাড়াতে পারছেন। তার লাইফ সাপোর্ট খুলে রেখেছেন চিকিৎসকরা।
সোমবার (১ নভেম্বর) দুপুরে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, আকিবের অবস্থা এখন আগের চেয়ে ভালো। অপারেশনের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় গতকাল লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আজ সকালে আমি তাকে দেখে এসেছি। সে (আকিব) আমার কমান্ড অনুসরণ করছে। হাত-পা নাড়াতে পারছে। চোখ খুলে দেখতেও পারছে।’
আকিবের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে কি-না জানতে চাইলে ড. নোমান বলেন, ‘এই মুহূর্তে আমরা এই ধরনের কোনও মন্তব্য করতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি, তার অবস্থা ভালোর দিকে আছে। ইনফেকশন হয় কি-না তা নিয়ে একটু চিন্তা রয়েছে। ইনফেকশন ও খিঁচুনি তার জন্য এখন খুবই বিপজ্জনক। সঙ্গে ব্রেন ইনজুরি আছে। ইনফেকশন হলে আরও অনেক সমস্যার সৃষ্টি হবে।’
ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে গত শনিবার সকালে আকিবকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের নেতাকর্মী। এতে তার মাথার একটি হাড় ভেঙে যায়। পরে উদ্ধার করে দ্রুত হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে নেওয়া হলে অপারেশন করেন ড. নোমান খালেদ চৌধুরী। অপারেশনের পর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আকিব।
অপারেশনের পর ডা. নোমান খালেদ জানান, তার ব্রেনে মারাত্মক জখম হয়েছিল। রক্তক্ষরণ ছিল। মাথার খুলির একটি হাড় ভেঙে গেছে। অপারেশন করে হাড়ের একটা অংশ খুলে আপাতত তার পেটের মধ্যে চেম্বার তৈরি করে চামড়ার নিচে রাখা হয়েছে। কিছুটা উন্নতি হলে সেটা আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে।